হাতে তেলের ছিটা পড়েছে? ঘরোয়া ১০ উপায়ে সমাধান

Apr 13, 2023 - 21:30
 0  109
হাতে তেলের ছিটা পড়েছে? ঘরোয়া ১০ উপায়ে সমাধান

রান্না করতে গেলে অনেক সময় অসাবধানতাবশত হাত পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। তাছাড়া অনেকেই আছেন যাদের মাছ ভাজতে গিয়ে হাতে তেলের ছিটা পড়েছে। এ অবস্থায় হাতের কাছে থাকা কিছু জিনিস ব্যবহার করেই সারিয়ে উঠতে পারেন। তাহলে দেখবেন জায়গাটা লাল হবে না বা ফোস্কাও পরবে না।

বরফ
এখন বেশির ভাগ মানুষের বাড়িতে ফ্রিজ আছে। যদি গরম তেলের ছিটা আসে হাতে তাহলে বরফ সঙ্গে সঙ্গে লাগান ওই জায়গায়। যদি বরফ না থাকে তাহলে ফ্রিজে থাকা ঠাণ্ডা পানি দিলেও হবে। এতে পরে লাল হয়ে ফুলে যাওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow