চরফ্যাসনে দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ভোলার চরফ্যাসনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।
শুক্রবার বিকালে চরফ্যাসন সদর জেলা পরিষদ মার্কেটে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর অস্থায়ী কার্যালয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক আজকের দর্পনের চরফ্যাসন উপজেলা প্রতিনিধি মামুন হোসাইন।
মামুন হোসাইন 'আজকের দর্পণ' পত্রিকার জেলা ও উপজেলা প্রতিনিধির উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা পিরোজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পত্রিকাটির সম্পাদক এস.এম নূরে আলম সিদ্দিকীর সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।
উল্লেখ্য, দৈনিক আজকের দর্পন বাংলাদেশ থেকে এবং বাংলা ভাষায় প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর এটি প্রথম প্রকাশিত হয়।
What's Your Reaction?