ভোলায় গাছ কাটতে গিয়ে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ | আপডেট: ১০:৩০:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ SHARES ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের গাছ কাটতে গিয়ে ট্রাকচাপায় মো. বাসেদ (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকালে ভোলার বাংলাবাজার এলাকার আজিমুদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসেদ সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার পুলিশ ট্রাকের হেলপার মো. শিমুলকে আটক ও ট্রাকটি জব্দ করেছে। পুলিশ জানায়, বিকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশের গাছ কাটা শেষে শ্রমিক বাসেদ রাস্তায় পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ভোলা থেকে বোরহানউদ্দিনগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই শ্রমিককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়াও ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের হেলপার মো. শিমুলকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন শেখ হাসিনার আমলে কোন মানুষ গৃহহীন থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসন হাসপাতালে দালাল নির্মূল কমিটির অভিযানে আটক ৪