আরিফিন শুভ করোনায় আক্রান্ত বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ | আপডেট: ৬:২৫:অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০ SHARES এবার করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। শনিবার দুপুর বিষয়টি নিশ্চিত করেছেন আরিফিন শুভ নিজেই। শুভ জানান, করোনার উপসর্গ থাকায় এর আগে করোনা পরীক্ষা করাই। শুক্রবার রেজাল্ট পজেটিভ আসে। তবে করোনায় আক্রান্ত হলেও বেশ সুস্থই আছেন শুভ। খাবারের স্বাদ পাচ্ছেনা না। পাশাপাশি হালকা ঠান্ডাও রয়েছে। এর বাইরে শারীরিক কোন সমস্যা আপাতত নেই বলেই জানিয়েছেন তিনি। শুভ বলেন, ‘বেশ ক’দিন ধরে খাবারের স্বাদ পাচ্ছিলাম না। এ ছাড়াও করোনার কিছু উপস্বর্গ শরীরে দেখা দেওয়ায় পরীক্ষা করাই। শুক্রবার পরীক্ষায় ফল পজেটিভ আসে।এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে বাসাতেই আইসোলেশনে আছি। আশা করি, খুব শিগগিরই সুস্থ হয়ে কাজে ফিরতে পারবো।,সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ তজুমদ্দিনে লাকড়ি রাখাকে কেন্দ্র করে হামলায় আহত ৫