এখনো বাইডেনের ‘জয় মানতে নারাজ’ পুতিন আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ১১:৪৩:পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ SHARES যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে এখনো অভিনন্দন জানাতে চাইছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘বিরোধীরা হার মেনে নিলে’ তবেই তিনি বাইডেনকে অভিনন্দন জানাবেন। ‘আমেরিকানদের সমর্থন যে-ই পান না কেন, আমরা কাজ করব,’ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে পুতিন রবিবার বলেন, ‘কিন্তু সেই সমর্থন বিরোধী দলকে মানতে হবে; অথবা বৈধভাবে ফলাফল নিশ্চিত হতে হবে।’ যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রাথমিক ফলাফলে বাইডেন বিপুল ব্যবধানে জেতার পর অনেক দেশ অভিনন্দন জানালেও রাশিয়া চুপ রয়েছে। কিছুদিন আগে দেশটির পক্ষ থেকে বলা হয়, আইনি ঝামেলা শেষ হলে তবে তারা এ বিষয়ে মন্তব্য করবে। পুতিন এবার নিজেদের অবস্থান সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দিলেন, ‘এটা একটা আনুষ্ঠানিকতা। অন্য কোনো কারণ নেই।’ এই অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হবে কি না-এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘অবনতির আর কেউ কিছু না। আগেই ধ্বংস হয়ে গেছে!’ যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাজ্য পর্যায়ের ফল সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর ইলেকটোরাল কলেজের বৈঠকে চূড়ান্ত ফল জানানো হবে। তারপর ২০ জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন লক্ষ্মীপুর ২টি আঞ্চলিক মহাসড়কে উন্নীত হতে যাচ্ছে! করোনা: দেশজুড়ে অক্সিজেন প্ল্যান্ট বসাচ্ছে নাইজেরিয়া