স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বললেন এরশাদ এস আই মুকুল এস আই মুকুল প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯ | আপডেট: ৮:০৬:অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯ SHARES সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা উন্নতির দিকে। তিনি আজ স্ত্রী রওশন এরশাদ ও ছেলে সাধ এরশাদের সঙ্গে কথা বলতে পেরেছেন। তবে তিনি শারীরিকভাবে এখনো অনেক দুর্বল বলে জানা গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে দেখে এবং সিএমএইচের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে দলের নেতাকর্মীদের এ কথা জানান রওশন এরশাদ। এ সময় তাদের ছেলে রাহ্গীর আল মাহে এরশাদ ওরফে সাদ এরশাদ তার সঙ্গে ছিল। এরশাদকে দেখার পর সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশর এরশাদ গণমাধ্যমে পাঠানা এক বিবৃতিতে তার চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে পেঁয়াজের মজুদ যথেষ্ট, আতঙ্কিত হয়ে বেশি কিনবেন না: বাণিজ্যমন্ত্রী