কুকরি-মুকরি’র জেলেদের মাঝে বিনামূল্যে ইঞ্জিনচালিত নৌকা বিতরণ আমিনুল ইসলাম আমিনুল ইসলাম নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ SHARES ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরিতে ৪৫ জন জেলের মাঝে ৫টি সমুদ্রগামী ইঞ্জিনচালিত নৌকা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় কুকরি-মুকরি ইউনিয়নের মনুরা ঘাটে এসব নৌকা বিতরণ করা হয়। নিষিদ্ধ বেহুন্দি জাল ব্যবহারকারী ৪৫ জন জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রোমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রাইজ-পেস প্রকল্পের আওতায় পিকেএসএফের অর্থায়নে বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মঈন। বিশেষ অতিথি হিসেবে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সাবেক চেয়ারম্যান হাসনাইন আহমেদ ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুকরি-মুকরি ইউনিয়নের ৪৫ জেলেদের মাঝে সরকারি নিয়ম কানুন মেনে মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের মাধ্যমে উপকূলীয় জেলে সম্প্রদায়ের আয় বৃদ্ধি লক্ষ্যে ইঞ্জিন চালিত পাঁচটি নৌকা বিতরণ করায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে অভিনন্দন জানান। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন নতুন রূপে সেজেছে ভোলার চর কুকরি-মুকরি দক্ষিণ আইচায় মেছো বাঘ উদ্ধার