ফ্রান্সে মুহাম্মদ (সা.)’র ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভোলায় মানববন্ধন আদিল হোসেন তপু আদিল হোসেন তপু প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০ | আপডেট: ৬:৫৩:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০ SHARES ফ্রান্সের রাষ্ট্রীয় অর্থায়নে সংবাদপত্রে হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। সোমবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শেষে শিক্ষার্থীরা ভোলা শহরে বিক্ষোভ মিছিল করে। পরে প্রেসক্লাব চত্বরে এসে ফ্রান্সের পতাকায় আগুন দিয়ে প্রতিবাদ জানায়। এ সময় বক্তব্য রাখেন, ভোলা নাগরিক কমিটির সদস্য সচিব এসএম বাহাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাবেন, বিডিএস আহবায়ক মো. মামুন, মো. সাইফুল ইসলাম, মো. শরীফ, কাজী মহিবুল্লাহ প্রমূখ। বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত হেনেছে। ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ধৃষ্টতাপূর্ণ ব্যঙ্গচিত্র প্রচারনা বন্ধ করতে হবে। অন্যথায় ফ্রান্সের বিরুদ্ধে সারাবিশ্বে প্রতিবাদের দাবানল ছড়িয়ে পরবে এবং নবীপ্রেমিকরা ফ্রান্সের পণ্যবর্জন করতে বাধ্য হবে। তারা বিশ্বশান্তির দূত হযরত মহানবী (সা.) এর অবমাননা বন্ধে ফ্রান্সের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহবান। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন বিরল প্রাচীন স্থাপনা পাওয়া গেছে নাটেশ্বরে মিয়ানমারে পুলিশের গুলিতে এবার ৯ জন নিহত