শশীভূষণে খাল থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার আমিনুল ইসলাম আমিনুল ইসলাম নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ | আপডেট: ১১:৫৮:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ SHARES চরফ্যাসনের শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের খাল থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ। মঙ্গলবার হাজারীগঞ্জ ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন খাল থেকে দু’দিন বয়সী নবজাতক শিশুর অর্ধগলিত ভাষমান মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন খালে একটি নবজাতক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেন। ইউপি চেয়ারম্যান পুলিশকে খবর দিলে শশীভূষণ থানা পুলিশ নবজাতক শিশুর অর্ধগলিত ভাষমান মরদেহ উদ্ধার করেন। তবে শিশুটি ছেলে নাকি মেয়ে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারনা অবৈধ গর্ভধারনের পর ওই শিশুটির জম্ম নেয়। গর্ভপাতের পরপরই শিশুটিকে হত্যা করে খালে ফেলে দেয়া হয়েছে। শশীভূষণ থানার ওসি মো.রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই খাল থেকে নবজাতক শিশুর ভাষমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠনো হয়েছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন শেখ হাসিনার আমলে কোন মানুষ গৃহহীন থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসন হাসপাতালে দালাল নির্মূল কমিটির অভিযানে আটক ৪