শশীভূষণে কালভার্ট বন্ধ করে দেয়ায় পানিবন্দি ২শ’ পরিবার আমিনুল ইসলাম আমিনুল ইসলাম নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ | আপডেট: ১০:৪৯:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ SHARES চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানা রসুলপুর ১নং ওয়ার্ড হাজী রোড থেকে পশ্চিম দিকে বাঘাবাড়ী মসজিদ পর্যন্ত তিনটি কালভার্ট ও মসজিদ থেকে উত্তরে দুটি কালভার্টের পানি চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী একটি চক্র। কালভার্টগুলোর পানি চলাচল বন্ধ করে দেয়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২শ’ পরিবারের হাজারো মানুষ। চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে ১২৮ একর জমি, চাষাবাদের সময় শেষ হাওয়ার পথে কিন্তু এখন পর্যন্ত হাল দিতে পারেনি জমিতে। চলে গেছে অনেকের পুকুরের মাছ। পানি নিষ্কাশন না হওয়ায় সরকারি পাকা রাস্তার উপর দিয়ে পানি গড়িয়ে ভেঙ্গে যাচ্ছে চলাচলের প্রধান সড়ক। অনেক বড় বড় গর্ত হয়েছে রাস্তার উপর। জলাবদ্ধতায় ভুক্তভোগী মোহাম্মদ বশির দেওয়ান বলেন, পানি নিষ্কাশন না হওয়ায় আমার খামারের ৪ লাখ টাকার মাছ চলে গেছে। মোঃ জাহিদ চৌধুরী বলেন, আমার সবজির খামার নষ্ট হয়ে গেছে। আমার ঘর পর্যন্ত পানি উঠে গেছে। পানি নিষ্কাশনের জন্য স্থানীয় প্রভাব শালীদের অনুরোধ করলে তারা কোন প্রকার কর্ণপাত করেননি। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট জানতে চাইলে, তিনি অতি দ্রুত কালভার্টগুলোর পানি চলাচলের পথ খুলে দেয়ার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এমন অবস্থায় ২শ’ পরিবার জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল শ্রীমঙ্গলে চা বাগানে মাটিচাপায় চার নারীর মৃত্যু