লালমোহনে বিষপানে গৃহবধূর মৃত্যু চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ | আপডেট: ১০:০৬:অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০ SHARES ভোলার লালমোহনে বিষপানে সুমা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ৯নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর। সুমা বেগম ওই এলাকার আজাদের স্ত্রী। তাদের সংসারে সাত বছরের একজন কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এসময় স্বামী তার সন্তানকে নিয়ে পাশের বাড়িতে গেলে অভিমান করে পোকা মারার বিষপান করেন ওই গৃহবধূ। পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল শ্রীমঙ্গলে চা বাগানে মাটিচাপায় চার নারীর মৃত্যু