লালমোহনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ | আপডেট: ২:০০:অপরাহ্ণ, জুন ৯, ২০২০ SHARES ভোলার লালমোহনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আরও দুই জন আহত হন। সোমবার সন্ধ্যায় উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বাবুল চন্দ্র মজুমদারের ছেলে রুবেল মজুমদার (২৩) ও দুলারহাট নিলকমল এলাকার বশির আলমের ছেলে মোঃ জাকির (৩০)। এ সময় রাকিব ও খোকন কবিরাজ নামে আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থা ২৫০ শয্যা ভোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির জানান, উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় দ্রুতগামী দু’টি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী রুবেল, জাকির, রাকিব ও খোকন গুরুতর আজত হয়। স্থানীয়রা তাদের লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করে। এছাড়া বাকিদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদরে রেফার্ড করে। সেখানে জাকিরের অবস্থার অবনতি হলে বরিশাল নেয়ার পথে তারও মৃত্যু হয়। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত জিটুপি পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর