এফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলে মান্নাকে স্মরণ বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ SHARES চিত্রনায়ক মান্নার ১২তম মৃত্যুবার্ষিকী সোমবার। ২০০৮ সালের এই দিনে অকালে মৃত্যু ঘটে এই তারকার। দিনটিতে মান্নাকে স্মরণ করে বিএফডিসিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া উত্তরায় মান্নার নিজ বাসভবনে বাদ আসর দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে বলে নায়ক মান্না ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়। এফডিসিতে বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতির পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শিল্পী সমিতির অন্যতম সদস্য মান্না ভাই, তিনি সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার সময় আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।’ ১৯৮৪ সালে তিনি ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর আজহারুল ইসলাম খানের ‘তওবা’ ছবিতে অভিনয় করেন। পরে কাজী হায়াতের সঙ্গে থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন তজুমদ্দিনের মেঘনায় মোবাইল কোর্টে অবৈধ জাল আটক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জাদুকর: এমপি জ্যাকব