‘বীর’ দিয়ে চালু হচ্ছে ৩০টি বন্ধ হল বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ | আপডেট: ১১:০৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ SHARES ঢাকাই ছবির আলোচিত তারকা শাকিব খান। আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘বীর’। আর এই ছবির মাধ্যমে দেশে বন্ধ থাকা ৩০টি সিনেমা হল আবার চালু হচ্ছে। কথাটি জানিয়েছেন শাকিব খান নিজেই। ‘বীর’ মুক্তি উপলক্ষে বুধবার ঢাকা ক্লাবের স্যামসন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ফারুক, আলমগীর, অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক শাকিব খান, নির্মাতা কাজী হায়াত, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, মালেক আফসারীসহ প্রমুখ। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন শাকিব খান। এটি তার তৃতীয় প্রযোজিত সিনেমা। এর আগে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ প্রযোজনা করেন শাকিব। এ প্রসঙ্গে ‘ঢালিউড কিং’ বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পাচ্ছে। ছবিটির জন্য বন্ধ হয়ে যাওয়া হলগুলো নতুন করে চালু হচ্ছে। ওইসব হলসহ ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বীর’। ‘বীর’ পরিচালনা করেছেন কাজী হায়াৎ। ছবিটির মাধ্যমে অর্ধশত ছবির কোটা পুরণ করলেন এ পরিচালক। ‘শাকিব-বুবলী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ। Facebook0Tweet0Pin-Email0 SHARES আরও পড়ুন তজুমদ্দিনের মেঘনায় মোবাইল কোর্টে অবৈধ জাল আটক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জাদুকর: এমপি জ্যাকব