ভোলায় বোরাক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে চালকের মৃত্যু ইকরামুল আলম ইকরামুল আলম প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯ | আপডেট: ২:১৩:পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯ SHARES ভোলায় ব্যাটারী চালিত বোরাক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মোঃ মাহাবুব (৩০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এসময় মাহাবুবকে বাঁচাতে গিয়ে মোঃ মনির হোসেন নামে আরেক চালক বিদ্যুৎ ষ্পৃষ্টে আহত হয়। নিহত মাহাবুব ভোলা পৌর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আনছার আলীর ছেলে ও আহত মনির ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা। শনিবার দুপুরে ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের বাবুল মোল্লা ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিনের মত মাহাবুব দুপুরের দিকে বাবুল মোল্লার ব্রীজ এলাকায় বোরাক চার্জ দিতে গেলে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয় মাহাবুব। ওই সময় মনির তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা মাহাবুবকে মৃত্যু বলে ঘোষণা করেন। এছাড়াও মনির হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন বোরহানউদ্দিনে মেশিন দিয়ে ধান কাটার উপর মাঠ দিবস অনুষ্ঠিত ভোলায় বেগম রোকেয়া দিবসে ৮ জয়িতাকে সংবর্ধনা