ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯ | আপডেট: ১০:২৫:পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯ SHARES ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুর্ণা নিশিথা ও উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন বহু সংখ্যক। পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলসেকশনের কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় সোমবার রাত পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে আখাউড়া হয়ে চট্টগ্রাম-ঢাকা ও আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেট ও নোয়াখালীর রেলযোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে বিভিন্ন হাসপাতালে আরও ৬ জন মারা যায়। জানা গেছে, ৭২৪ উদয়ন এক্সপ্রেস-২৯৩৪ মন্দভাগ লুপ লাইনে প্রবেশকালে ঢাকা অভিমুখী ৭৪১ তুর্ণা নিশিতা এক্সপ্রেস-২৯২৩ বিপরীত দিক থেকে আসার সময় সংঘর্ষ হয়। ওসি শ্যামল কান্তি দাস জানান, এই পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদয়নের অন্তত ২টি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন কেরানীগঞ্জে অগ্নিদগ্ধ ৩৪ জনের অবস্থা আশঙ্কাজনক কক্সবাজারে পণ্যকে “মেড ইন কক্সবাজার” ব্রান্ডিং এর পরামর্শ