মোহাম্মদ (স:) কে নিয়ে ফেসবুকে কটূক্তি: বোরহানউদ্দিনে বিক্ষোভ বোরহানউদ্দিন প্রতিনিধি বোরহানউদ্দিন প্রতিনিধি প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯ | আপডেট: ৮:৪০:অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯ SHARES মহান সৃষ্টিকৃতা আল্লাহ ও প্রিয় মহানবী মোহাম্মদ (স:) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় বিপ্লব চন্দ্র শুভ’র কঠিন শাস্তি দাবী করে ভোলা বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা। শনিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল পৌর শহরের এসে বিক্ষোভ করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডের বৈদ্ধ বাড়ীর বিল্লব চন্দ্র শুভ আইডি থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহপাক ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ফেসবুকে খুবই খারাপ কটূক্তি করা হয়। এ ঘটনাটি শুক্রবার ফেসবুকে ভাইরাল হয়। সন্ধ্যায় ওই ছেলে থানায় এসে বলেন আমার ফেইস বুক আইডি হ্যাক হয়েছে। তাই জিডি করতে এসেছি। এ ঘটনায় সর্বস্তরের মুসলিম তাওহীদ জনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে বিল্পব চন্দ্র শুভ কে শুক্রবার রাত সাড়ে ৮টায় থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনেন পুলিশ। এখনও ওই ছেলে থানা হেফাজতে রয়েছে। ঘটনাটি উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। আইডিটি হ্যাক হয়েছে না ও নিজেই লিখছে তা নিয়ে কাজ করছে পুলিশ। এদিকে ঘটনায় বিপ্লব চন্দ্র শুভ’র শাস্তি দাবী করে শনিবার সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেন উপজেলার সর্বস্তরের মুসলিম তাওহীদ জনতা। এব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, মূল রহস্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেই ব্যক্তি এ কটূক্তি করে থাকুক আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো সে লক্ষ্যে কাজ করছি। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন সামনে নির্ঘাত অশনিসংকেত: সেতুমন্ত্রী কথা রাখলেন চরফ্যাসন পৌর মেয়র