দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ইকরামুল আলম ইকরামুল আলম প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ | আপডেট: ১:১০:অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৯ SHARES ভোলার দৌলতখান উপজেলায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রতন (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতনের বাড়ি মানিকগঞ্জ জেলায়। সে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রতন দৌলতখান পৌরসভার চরখলিফা মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিদ্যুৎ লাইন মেরামতের জন্য পিলারের উপরে উঠে। এ সময় ভুল বসত ওই লাইনটি চালু হয়ে যায়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলারের উপরেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। স্থানীয়রা আরও জানায়, একটি লাইন চালু করার পরিবর্তে ভূল বশত অপর একটি লাইন করলে বিদ্যুতপৃষ্ট হয়ে পিলারের উপরেই প্রাণ হারা রতন। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন দৌলতখানে অগ্নিকান্ডে ৯ দোকান পুড়ে ছাই দৌলতখানে দুই দিনেও সন্ধান মেলেনি মেঘনায় ডুবে যাওয়া শিশুর