বৃহস্পতিবার থেকে স্বর্ণের দাম ভরিতে ১,১৬৬ টাকা কমছে চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২ | আপডেট: ১১:১২:অপরাহ্ণ, জুলাই ৬, ২০২২ SHARES বিশ্ববাজারে দরপতনের কারণে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দর কাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দামের ভরি (১১.৬৬৪ গ্রাম) দাঁড়াচ্ছে ৭৮ হাজার ৩৮২ টাকা। জুয়েলার্স সমিতি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হ্রাস পাওয়াতে দেশের বাজারে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৬ জুন স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ৯১৬ টাকা হ্রাস করেছিল বাজুস। এর আগে স্বর্ণের ভরি ৮২ হাজার ৪৬৪ টাকায় উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। দাম হ্রাস পাওয়ায় বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের অলংকার কিনতে ৭৮ হাজার ৩৮২ টাকা লাগবে। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা ও সনাতন পদ্ধতির অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৪৭৯ টাকা। দেশের বাজারে বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৯ হাজার ৫৪৮, ২১ ক্যারেট ৭৫ হাজার ৯৩৩, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৮৫ ও সনাতন পদ্ধতির স্বর্ণ ৫৪ হাজার ২৩৮ টাকায় বিক্রি হয়। তার মানে, কাল থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ হাজার ১৬৬, ২১ ক্যারেটে ১ হাজার ৫০, ১৮ ক্যারেটে ৯৩৩ ও সনাতন পদ্ধতির স্বর্ণে ৭৫৯ টাকা হ্রাস পাচ্ছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, ভারতকে অনুরোধ করেনি আ.লীগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি নেই চীনের