বন্যাকবলিত এলাকায় বন্ধ সব ব্যাংক চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২২ | আপডেট: ৭:৩০:অপরাহ্ণ, জুন ১৯, ২০২২ SHARES বন্যা পরিস্থিতিতে প্রভাব পড়েছে ব্যাংকিং সেবা খাতেও। সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক থেকে রবিবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে। তবে বন্যাকবলিত এলাকায় সেবা বিঘ্নিত হলেও নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে। অবশ্য অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে এরই মধ্যে এসব এলাকার বেশিরভাগ শাখা বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্যান্য কয়েকটি জেলায় নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ব্যাংকের যে সব শাখা বা উপশাখা বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সে সব বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে। আরও বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর অনতিবিলম্বে গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংকিং সেবা দেওয়ার ব্যবস্থা নিতে হবে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন শিক্ষক উৎপল কুমারকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত শিক্ষার্থী গ্রেপ্তার বন্যায় মৃত্যু বেড়ে ৮৪