বোরহানউদ্দিনে কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬০ কিশোরী নাছির পাটোয়ারী নাছির পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২ | আপডেট: ৬:৫৪:অপরাহ্ণ, জুন ১৪, ২০২২ SHARES আত্মরক্ষার কৌশল (কারাতে) প্রশিক্ষণ পেলেন বোরহানউদ্দিন উপজেলায় ৬০ জন কিশোরী। এদের বয়স ১০ হতে ১৯ বছর। গত ৩২ দিন যাবত এদেরকে প্রশিক্ষণ দেন বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প। প্রশিক্ষণ শেষে এদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার দিনব্যাপী ওজন ভিত্তিক ১০ ইভেন্টে বোরহানউদ্দিন উপজেলায় ৬০ কিশোরী প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। এদের মধ্যে ১৪ জন চ্যাম্পিয়ান, ১৪ জন ১ম রানার্স আপ এবং ৩২ জন ২য় রানার্স আপ হয়। সকল কে মেডেল, সার্টিফিকেট এবং মগ পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. বাহা উদ্দিন, সাপোর্ট ইন্ট্রিগেশন স্পেশায়ালিষ্ট মো. শহিদুল ইসলাম, স্পেশায়ালিষ্ট, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মো. তৌফিক উল করিম চৌধুরী, টিম ম্যানেজার সুশীলন মো. রকিবুল বাহার, উপজেলা সমন্বয়কারী সুশীলন মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ। আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাক স্বপ্ন এ স্লোগান কে সামনে রেখে বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের আওতায় এগুলো বাস্তবায়ন করছেন সুশীলন, কারিগরি সহায়তা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর আর্থিক সহায়তা করেন গ্লোবাল অ্যাফেয়াবা কানাডা। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন এসএসসি পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী মনপুরায় অসহায় মহিলাদের মাঝে ২ হাজার শাড়ী বিতরণ