মনপুরায় মেঘনায় ভেসে এলো মৃত ডলফিন ছালাহউদ্দিন ছালাহউদ্দিন নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২২ | আপডেট: ১১:৪৬:অপরাহ্ণ, জুন ৬, ২০২২ SHARES ভোলার মনপুরায় মেঘনায় ভাসতে থাকা একটি মৃত ডলফিন স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার করে বনবিভাগ। পরে বনবিভাগের কর্মীরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে নদীর পাড়ে মাটি খুঁড়ে চাপা দেয়। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা ঘটনাটি এড়িয়ে যাওয়ায় ডলফিনটি কোন জাতের বা কিভাবে এুট মনপুরার মেঘনায় এসেছে তা জানা সম্ভব হয়নি। সোমবার উপজেলার ১ নং মনপুরার ইউনিয়নের তুলাতলী ঘাট সংলগ্ন মেঘনা পাড় থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় ডলফিনটি উদ্ধার করে বনবিভাগ। বনবিভাগ সূত্রে জানা যায়, মৃত ডলফিন মাছটি ৩০ ইঞ্চি লম্বা। ওজন ৪ কেজি। মাথায় আঘাতে চিহৃ রয়েছে। স্থানীয় জেলেরা জানান, গভীর সমুদ্রে ডলফিনের বাস। মেঘনার কাছাকাছি সমুদ্র থাকায় খাদ্যের সন্ধানে দলছুট হয়ে মেঘনায় এসে আঘাতে মৃত্যু হয়। এই ব্যাপারে উপজেলা বনবিভাগের মনপুরা বিটের বিট কর্মকর্তা মোঃ মিলন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে মৃত ডলফিন মাছটিকে তুলাতলী ঘাটে মাটি খুঁড়ে চাপা দেওয়া হয়। এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন মুঠোফোনে জানান, ডলফিন ও হাঙ্গর মাছ বনবিভাগের অধীনে। তবে নিম্মচাপের প্রভাবে এটি মেঘনায় এসেছে। পরে আঘাতে মৃত্যু হয়। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন এসএসসি পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী মনপুরায় অসহায় মহিলাদের মাঝে ২ হাজার শাড়ী বিতরণ