টাকার মান আরো ৯০ পয়সা কমল চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, জুন ২, ২০২২ | আপডেট: ৮:৪৫:অপরাহ্ণ, জুন ২, ২০২২ SHARES ডলারের বিপরীতে টাকার মান আরো ৯০ পয়সা কমেছে। প্রতি মার্কিন ডলারের বিনিময় হার এখন ৮৯ টাকা ৯০ পয়সা। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারণ না করার সিদ্ধান্ত নেয়ার পর ডলারের দামে এ পরিবর্তন এল। গত কয়েক মাস ধরে ক্রমবর্ধমান আমদানির মূল্য পরিশোধের কারণে তীব্র চাপের মুখে পড়েছে টাকা। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরেই আটবার ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করেছে। আন্তঃব্যাংক রেট গত ২৯ মে প্রতি ডলার ছিল ৮৯ টাকা, গত বছরের ৩০ ডিসেম্বর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা এবং ২ জুন ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন দাম কমল সয়াবিন তেলের ফল উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের: কৃষিমন্ত্রী