বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী সাচড়া নাছির পাটোয়ারী নাছির পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মে ২৩, ২০২২ | আপডেট: ৭:০৯:অপরাহ্ণ, মে ২৩, ২০২২ SHARES জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্ধ্ব) টুর্নামেন্ট বোরহানউদ্দিন উপজেলায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে রবিবার বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কুতুবা ইউনিয়ন একাদশ ও সাচড়া ইউনিয়ন একাদশ অংশ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে কুতুবা ইউনিয়ন একাদশ কে হারিয়ে জয় নিশ্চিত করেন সাচড়া ইউনিয়ন একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন থানা ইন-চার্জ মো. শাহীন ফকির, বিআরডিবি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ মিয়া, আবাসিক প্রকৌশলী ফিরোজ সন্যামত, উপজেলা খেলোয়ার কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল প্রমূখ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। খেলাটি সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন উপজেলা খেলোয়ার কল্যাণ সংস্থা। খেলাটি কয়েক হাজার দর্শক উপভোগ করেন। এ টুর্নামেন্টে মোট দশটি দল অংশ নিয়েছে। ফাইনাল খেলা পরিচালনা করেন জাভেদ হোসেন। তাকে সহযোগিতা করেন মো. জুয়েল ও রাজন পঞ্চায়েত। এছাড়া ধারাভাষ্যে ছিলেন মেহেদী হাসান, মুমশাদ দূররানী ও ফয়েজউল্ল্যাহ ফয়েজ। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন এসএসসি পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী মনপুরায় অসহায় মহিলাদের মাঝে ২ হাজার শাড়ী বিতরণ