তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হেলাল উদ্দিন লিটন হেলাল উদ্দিন লিটন নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১ | আপডেট: ১০:৫৩:অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১ SHARES নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার তজুমদ্দিনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন আয়োজনে ও বে-সরকারী উন্নয়ন সংস্থা পল্লী সেবা সংস্থার সহযোগিতায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। তজুমদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার (অব.) মোঃ ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক সাদীর সঞ্চালনায় উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, পল্লী সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ফারুক হোসেন, প্রোগ্রামার কো-অডিনেটর পরিতোষ বড়–য়া,অডিট অফিসার তরুণ কুমার দাস প্রমুখ। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন তজুমদ্দিন ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মাদ্রাসার পাঠদান তজুমদ্দিনে গণশৌচাগার না থাকায় যত্রতত্র মাল ত্যাগ করছে মানুষ