তজুমদ্দিনে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক হেলাল উদ্দিন লিটন হেলাল উদ্দিন লিটন নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১ | আপডেট: ১০:২৩:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১ SHARES ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে আবাসিক বোডিং থেকে চার জুয়াড়িকে আটক করেন। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১২ টায় তজুমদ্দিন থানার এসআই জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার মোল্লা পুকুর এলাকার বেল্লাল মোল্লার মালিকানাধীন বাইজিদ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করেন। আটককৃত জুয়াড়িরা হলেন, চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়াডের সামছুল হকের ছেলে বেল্লাল মোল্লা (৩০), ভূইয়াকান্দি ১নং জা মৃত আবুল কাশেমের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির (২৫), মহাজনকান্দি ১নং ওয়াডের ফরিদ উদ্দিনের ছেলে মো. ইউসুফ (২৪) ও একই এলাকার ইউনুসের ছেলে মো. সবুজ (২১)। আটকের সময় তাদের নিকট জুয়ার কাজে ব্যবহৃত ৫২ খানা তাস ও নগদ ১২শত টাকা উদ্ধার করেন পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) মো. আনিছুর রহমান বলেন, আটককৃত চার জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন তজুমদ্দিন ঝুঁকিপূর্ণ ভবনে চলছে মাদ্রাসার পাঠদান তজুমদ্দিনে গণশৌচাগার না থাকায় যত্রতত্র মাল ত্যাগ করছে মানুষ