শশীভূষণে এক গৃহবধুর বিষপানে মৃত্যু চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১ | আপডেট: ৭:১৮:অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১ SHARES চরফ্যাসনের শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নে রহিমা বেগম(২৭) নামের দুই সন্তানের জননী এক গৃহবধুর বিষপানে মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে বিষপান করেন ওই গৃহবধু। রাতেই স্বামীর পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার শশীভূষণ থানা পুলিশ ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্বামী খোকন ফরাজীর বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছেন। নিহত গৃহবধু রহিমা লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনা মিয়ার মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ৭ বছর আগে চরকলমী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খোকন ফরাজীর সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি সময়ে স্বামী খোকন ফরাজির সাথে সাংসারিক বিষয় নিয়ে পরিবারিক কলহ শুরু হয়। বুধবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ওই পারিবারিক কলহের জের ধরে ঝগড়া বিবাধ হয়। ঝগড়ার জেরে স্বামীর সাথে অভিমান করে গভীর রাতে গৃহবধু রহিমা বিষপান করেন। বিষয়টি নিহতের স্বামীও তার পরিবারের সদস্যরা টের পেয়ে মুমূর্ষবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ওই গৃহবধু বিষপান করেছেন। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারন স্পষ্ট হবে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন এসএসসি পরীক্ষা কবে হবে, জানালেন শিক্ষামন্ত্রী মনপুরায় অসহায় মহিলাদের মাঝে ২ হাজার শাড়ী বিতরণ