বোরহানউদ্দিনে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বোরহানউদ্দিন প্রতিনিধি বোরহানউদ্দিন প্রতিনিধি প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১ | আপডেট: ৫:৪৮:অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১ SHARES ভোলার বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহি অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, সহকারী ভূমি কমিশনার মো. শোয়াইব, উপজেলা আ’লীগের সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ মো. শাহিন ফকির, উপজেলা নির্বাচন অফিসার মো. শহিদুল্লাহ প্রমূখ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ইউপি চেয়ারম্যান স্থানীয় সাংবাদিক বৃন্দ। বোরহানউদ্দিন উপজেলার ৭ ইউনিয়নের ইউপি নির্বাচন আগামী ২৬ ডিসেম্বের অনুষ্ঠিত হবে। তাই এ উপজেলায় আইন-শৃঙ্খলার যাহাতে কোন অবনতি না ঘটে সেদিকে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন আ.লীগ জনগণের শক্তিতে বলিয়ান, ভারত আমাদের অকৃত্রিম বন্ধু বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১১ জেলে নিখোঁজ