কুকরি-মুকরিতে গণটিকা কার্যক্রম শুরু চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ | আপডেট: ১:৫৭:অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২১ SHARES সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাসনের চর কুকরি-মুকরি ইউনিয়নে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। শনিবার সকাল ৮টা থেকে কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম শুরু হয়। গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চর কুকরি-মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন। তিনি জানান, প্রথম পর্যায়ে ইউনিয়নের ছয়শো মানুষকে করোনার টিকা প্রদান করা হবে। পরিষদের নির্ধারিত কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সকলকে টিকা নেয়ার আহবান জানান এ চেয়ারম্যান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ শনিবার থেকে সারাদেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত কুকরি-মুকরিতে “কমিউনিটি বেইজড ট্যুরিজম” প্রশিক্ষণ