ভোলায় ঝড়ে গাছচাপায় এক জনের মৃত্যু চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, মে ২৬, ২০২১ | আপডেট: ১২:১২:অপরাহ্ণ, মে ২৬, ২০২১ SHARES ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার লালমোহন উপজেলার চরসকিনা গ্রামে ভেঙে পড়া গাছের চাপা পড়ে মোঃ আবু তাহের (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২ টায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আবু তাহের একই এলাকার পাটোয়ারী বাড়ির গফুর আলী পাটোয়ারীর ছেলে। স্থানীয়রা জানান, লালমোহনের কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরসকিনা গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা রিকশা চালক আবু তাহের রাত ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে টয়েলেটে যাচ্ছিলেন। এ সময় ঝড়ের তীব্র বাতাসে ঘরের পাশে থাকা একটি সৃষ্টি গাছ ভেঙে তার গায়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহম স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে আবু তাহেরের মৃত্যু হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত আবু তাহেরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন বৃহস্পতিবার থেকে স্বর্ণের দাম ভরিতে ১,১৬৬ টাকা কমছে ওমিক্রনের দুই সাব ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনার নতুন ঢেউ