লকডাউনে চরফ্যাসনে ৪ ঘণ্টা দোকান খোলা রাখার দাবি এম আবু সিদ্দিক এম আবু সিদ্দিক সহযোগী সম্পাদক প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১ | আপডেট: ১২:৩৪:অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১ SHARES চরফ্যাসন হাটবাজার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রেখে মানুষের জীবন জীবিকা সচল রাখার দাবি জানিয়েছেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী। আসন্ন রমজান ও ঈদ সামনে রেখে সোমবার ৫ এপ্রিল থেকে দেশব্যাপী করোনার মহামারি মোকাবেলায় লকডাউন ঘোষণায় তিনি সরকারের কাছে এ দাবি জানান। মনির উদ্দিন চাষী জানায়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নির্দেশনার মেনেই স্থানীয়ভাবে গঠিত সুরক্ষাবাহিনীর তদারকিতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে আমরা বদ্ধ পরিকর। বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের প্রত্যেক দোকানে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত মানতে আমরা সভা করেছি। করোনা মোকাবেলায় কাল সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণার সাথে আমরা চরফ্যাসনের ব্যবসায়ীরা একমত পোষণ করছি । এরপরও সাধারণ ব্যবসায়ীদের জীবন জীবিকা সচল রাখতে লকডাউনে চলাকালে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন অন্তত ৪ ঘন্টা করে দোকান খোলা রাখাতে সরকারের বিবেচনায় যথার্থ দাবি জানাচ্ছি। এদিকে ব্যবসায়ী ও জনসাধারনের সুরক্ষায় রবিবার থেকে চরফ্যাসনে স্বেচ্ছাসেবি সংগঠন চিলেকোঠার সদস্যরা সকাল থেকে মাস্ক বিতরণ করে সচেতনতামুলক কার্যক্রম শুরু করেছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন কথা রাখলেন চরফ্যাসন পৌর মেয়র চরফ্যাসনে মাথাবিহীন দগ্ধ দু’জনের দেহাবশেষ উদ্ধার