তজুমদ্দিনে মাস্ক না পরায় মোবাইল কোর্টে ৩৮ জনের জরিমানা হেলাল উদ্দিন লিটন হেলাল উদ্দিন লিটন নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১ | আপডেট: ১২:৪৪:অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২১ SHARES ভোলার তজুমদ্দিনে মাস্ক পরিধান না করায় বিভিন্ন স্থানে মোবাইল পরিচালনা করে ৩৭টি মামলার মাধ্যমে অর্থিক জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০ টাকা থেকে উপজেলা সদরে নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট পল্লব কুমার হাজরার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ এর আওতায় মাস্ক পরিধান না করায় ৩৭টি মামলায় ৩৮ জনকে ৮হাজার ১শত টাকা আর্থিক জরিমানা করা হয়। উপজেলার বিভিন্ন জায়গার সাথে উপজেলা চত্ত্বরেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, সাধারণ জনগণের মাঝে মাস্ক পরিধানের অভ্যাস গড়ে না উঠা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সামনের দিকে আইনের সর্বোচ্চ ব্যবহার করা হবে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন তজুমদ্দিনে করোনা সচেতনতায় রেডক্রিসেন্টের প্রচারণা তজুমদ্দিনে ঘরে নেশাজাতীয় দ্রব্য স্প্রে করে দূধর্ষ চুরি