করোনা ভাইরাস টিকা নিয়েছেন এমপি জ্যাকব ছালাহউদ্দিন ছালাহউদ্দিন নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ | আপডেট: ৬:২৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ SHARES ভোলা-৪, চরফ্যাসন ও মনপুরার উন্নয়নের রুপকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি করোনাভাইরাস প্রতিরোধক (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন। বুধবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টারে তিনি করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণ করেছেন। করোনাভাইরাস টিকা নেওয়ার পর আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, করোনাভাইরাসের টিকা নিতে পেরে আমি খুবই আনন্দিত। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চরফ্যাসন মনপুরাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি উন্নয়নশীল এদেশে দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষসহ সকল শ্রেণীর মানুষ করোনাভাইরাসের টিকা দিতে পারার সকল ব্যাবস্থা গ্রহণ করার জন্য। জ্যাকব এমপি আরও বলেন, চরফ্যাসন-মনপুরার সকল শ্রেণীর মানুষকে টিকা নেওয়ার জন্য আহব্বান জানাচ্ছি। ভ্যাকসিনটি সম্পুর্ন নিরাপদ। কোন গুজবে কান না দিয়ে জীবন রক্ষার্থে সবাইকে এই ভ্যাকসিন গ্রহনের আহব্বান জানান তিনি। এসময় সংসদ সচিবালয়ের কর্মকর্তাসহ মেডিকেল সেন্টারের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন চরফ্যাসন পৌর মেয়র হলেন মোরশেদ চরফ্যাসনে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে