ভারতে হিমবাহ ভেঙে ১৫০ জনের মৃত্যুর আশঙ্কা আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ | আপডেট: ১০:৪৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ SHARES হিমালয়ের হিমবাহ ভেঙে তুষারধসে ভারতে একটি জলবিদ্যুৎ বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেড়শ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বাঁধভাঙা পানিতে নদীর পার্শ্ববর্তী একটি নদী প্লাবিত হওয়ায় দ্রুত স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলগুলো ও বার্তা সংস্থা এএনআই’র প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, রবিবার উত্তরখণ্ডের চামেলি জেলায় হিমবাহ ভেঙে প্রবল স্রোত বাঁধের দিকে ধেয়ে আসছে এবং বাঁধের একাংশ ভাসিয়ে নিয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্সকে উত্তরখণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানান, দেড়শ জনের মতো মানুষের মৃত্যু হতে পারে, তবে নির্দিষ্ট কোনো সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বরফধসের পর বালি, পাথর ও পানির একটা দেওয়াল নদীর দিকে যেন গর্জন করে নেমে আসছে। রেইনি গ্রামের ওপরের দিকে বসবাসকারী সঞ্জয় সিং রানা বলেন, ‘এটি এত দ্রুত ছিল যে, কাউকে সতর্ক করার সময়ও পাওয়া যায়নি। আমাদেরকেই ভাসিয়ে নিয়ে যাবে মনে করেছিলাম।’ গ্রামটির তপোবন এলাকায় ঘটনাস্থলের ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁধ ভাঙা পানি নদীর দু’পাশের বাড়ি ঘর ভেঙে তীব্র গতিতে এগোচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে ভারত-তিব্বত সীমান্তরক্ষী বাহিনীর ২০০ জনের উদ্ধারকারী দল। চামোলি থেকে ঋষিকেশ যাওয়ার রাস্তাসহ পুরি, তেহরি, রুদ্রপরাগ, হরিদ্বর, দেরাদুন এবং আশপাশের জেলায় হাই অ্যালার্ট জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত বেড়ে ১০ জনসনের ‘এক ডোজের’ টিকা নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্ছ্বাস