মনপুরায় করোনাভাইরাস টিকাদান কর্মসূচীর কার্যক্রম উদ্ভোধন ছালাহউদ্দিন ছালাহউদ্দিন নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ | আপডেট: ১০:২৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ SHARES ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারাদেশের ন্যায় করোনাভাইরাস (কোভিড-১৯) টিকাদান কর্মসূচীর কার্যক্রম রবিবার শুরু হয়েছে। ৭ ফেব্রুয়ারী রবিবার প্রথম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সর্বপ্রথম করোনাভাইরাসের টিকা নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। এর পরেই বিভিন্ন ক্যাটাগরির ৭ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। টিকাদান কর্মসূচীর কার্যক্রম চলমান। টিকাদান কর্মসূচীর প্রশিক্ষন নিয়ে করোনাভাইরাসের টিকা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাপ নার্স মাহমুদা আক্তার কলি ও রোকসানা বেগম। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুর আলম বলেন, যারা সম্মুখ সারির যোদ্ধা তারা প্রথম পাবেন। পরে ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেককে টিকা দেওয়া হবে। প্রথম ডোজ টিকা নেওয়ার পরে ৪ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, মানুষ যাতে করোনাভাইরাসের টিকা নিতে কোন ভয় না পায় তার জন্য সর্বপ্রথম আমি টিকা নিয়েছি। আমার দেখা দেখি অন্যরা যাতে টিকা নিতে আগ্রহী হয়। মনপুরায় ২৫৮৬ ডোজ টিকা এসে পৌছেছে। প্রথম ডোজে ১২৯৩ জনকে ভ্যাকসিন দেওয়া হবে দ্বিতীয় ডোজেও একই পরিমান ভ্যাকসিন দেওয়া হবে। এসময় ডা. মোঃ সাব্বির আহম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন ১৭ কোটি মানুষের জন্য ভ্যাকসিন কিনতে হবে: প্রধানমন্ত্রী তদন্তের আগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার নয়: সরকারের উদ্যোগ