মনপুরায় মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাই সম্পন্ন ছালাহউদ্দিন ছালাহউদ্দিন নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ | আপডেট: ৯:৩২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ SHARES মনপুরায় ২৯ জন মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাই ৬ই ফেব্রুয়ারী শনিবার জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে সম্পন্ন হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাই কাজে সার্বিক সহযোগীতা ও সাচিবিক কার্যক্রমের দায়িত্বপালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা। গত ৪ঠা ফেব্রুয়ারী বৃহস্পতিবার ২৯ জন মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাই কার্যক্রম শুরু হয়। যাছাই-বাছাইকাজের সভাপতিত্ব করেন জামুকার প্রতিনিধিবীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দিন হাওলাদার। মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাই বোর্ডের সদস্য ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আলইসলাম জ্যাকব এমপির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ ভুইয়া, জেলা প্রশাসকের প্রতিনিধিবীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাতাব্বর। এই সময় আরও উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমাবন্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুউদ্দিন বচ্চু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ছারেমুল হক হুমায়ুন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ লাল মুক্তিবার্তায় অর্ন্তভুক্ত সকল বীর মুক্তিযোদ্ধারা। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা সকল মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাই কাজে সকল মুক্তিযোদ্ধারা সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার জন্য বিনীত আহব্বান জানান। যাছাই-বাছাইকালে সকলেই তাদের মুক্তিদ্ধুদ্ধের সকল প্রমাণপত্র দাখিল করে প্রমাণ করতে হবে তারা প্রকৃত মুক্তিযোদ্ধা। ৩৩ ধরনের প্রমাণপত্র প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। কে কোথায় যুদ্ধ করেছেন তাদের যুদ্ধকালীন কমান্ডার কে ছিল এবংলাল মুক্তিবার্তায় নাম আছে যাছাই –বাছাইকালে এমন তিনজন বীর মুক্তিযোদ্ধার সাক্ষরসহ সাক্ষী উপস্থিত রাখতে হবে। পরে ২৯ জন মুক্তিযোদ্ধাতেদর যাছাই-বাছাই কার্যক্রম শুরু করেন যাছাই-বাছাই কমিটি। শনিবার ২৯ জন মুক্তিযোদ্ধাদের যাছাই-বাছাই সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। এতে বাছাই কমিটির সমানে ২৯ জন মুক্তিযোদ্ধা তাদের সকল প্রমাণপত্র উপস্থাপন করেন । যাছাই-বাছাই কমিটি তাদের সকল প্রমাণপত্র দেখেন এবং সকল প্রমাণপ্রত্র সঠিক আছে মর্মে এবং যুদ্ধের সময় তাদের সাথে ছিলেন বলে উপস্থিত সকলকে অবহিত করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা বলেন, যাছাই-বাছাই কমিটি সকলের প্রমাণপত্র দেখেন এবং সকলের প্রমাণক সঠিক আছে মর্মে অবহিত করেন এবং তা সাক্ষর করেন। লাল মুক্তিবার্তায় নাম আছে এমন তিনজন তাদের পক্ষে স্বাক্ষী প্রদান করেন । যাছাই বাছাই কমিটি ২৯ জন মুক্তিযোদ্ধার পক্ষে প্রকৃত মুক্তিযোদ্ধা বলে মতামত ব্যাক্ত করেছেন। যাছাই-বাছাইতে কেউ বাদ পড়েনি। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন ১৭ কোটি মানুষের জন্য ভ্যাকসিন কিনতে হবে: প্রধানমন্ত্রী তদন্তের আগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার নয়: সরকারের উদ্যোগ