মুমিনুলের সেঞ্চুরিতে রানপাহাড়ে বাংলাদেশ স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ | আপডেট: ২:১৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ SHARES বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করে বাংলাদেশকে ৩৯৪ রানের লিড এনে দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩১৭ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে সেখানে এই রান করা দুঃস্বপ্ন হওয়ারই কথা। মুমিনুল-লিটন এদিন এই টেস্টের প্রথম শতরানের জুটি গড়েন। ১৭৯ বলে জুটিটি এই রান তোলে। শতরানের জুটিতে পৌঁছে লিটন চার মেরে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতকে পৌঁছান। দলের লিড বড় করতে মুমিনুল এদিন কৌশলী স্ট্যান্সের আশ্রয় নেন। বাঁহাতি স্পিনারকে খেলার সময় লেগস্ট্যাম্প দেখা যাচ্ছিল। আবার ডানহাতিকে খেলার সময় লেগ-মিডলে পজিশন। স্ট্যান্সের এই পরিবর্তন আনার পর শনিবার মুমিনুলকে বেশ স্বাচ্ছন্দ্য মনে হয়েছে। মুমিনুল এমনিতে ফোর্থ স্ট্যাম্পে (অফস্টাম্পের বাইরে) কিছুটা ‘দুর্বল’। বেরিয়ে যাওয়া বলে হুটহাট ব্যাট চালিয়ে দেন। অথচ বডি থাকে দূরে। বদলে যাওয়া সারফেইসে বাঁহাতি স্পিনারের বিপক্ষে, বিশেষ করে ওয়ারিকেনকে খেলতে তাই মুমিনুল খানিকটা সামনে স্ট্যান্স নিয়ে ব্যাট করেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন রোনালদিনহোর মাকে কেড়ে নিল করোনা ফিরেই মেসির গোল, কোয়ার্টার ফাইনালে বার্সা