নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঘরে, প্রাণ গেল বাবা-মেয়ের চরফ্যাসন নিউজ ডেস্ক চরফ্যাসন নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ | আপডেট: ২:১১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ SHARES সারা দিনের কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন দিনমজুর শাহ বাবু (৩৭)। মেয়ে বৃষ্টিকে (১২) নিয়ে পরিবারের অন্যদের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ সিমেন্টবোঝাই একটি ট্রাক ঢুকে পড়ল ঘরে। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল বাবা-মেয়ের। শুক্রবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে পাবনার সাঁথিয়ার উপজেলার ভিটাপাড়া এলাকায়। দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যান শাহ বাবুর স্ত্রী লাকী খাতুন (৩২) ও তিন বছরের ছেলে সাগর। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার সময় নগরবাড়ি থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪৫৩২) সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় রাতের খাবার খাচ্ছিলেন দিনমজুর শাহ বাবু ও তার স্ত্রী-সন্তান। হঠাৎ করে সিমেন্টবোঝাই ট্রাকটি ঘরে ঢুকে পড়লে তার নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যান। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার স্ত্রী লাকী খাতুন ও ছেলে সাগর। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ পাল্টাপাল্টি কর্মসূচি আর ১৪৪ ধারা ঘিরে থমথমে বসুরহাট