মালঞ্চ নাট্টমের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পলি মাটির গান সোহেব চৌধুরী সোহেব চৌধুরী নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ | আপডেট: ১:৩৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১ SHARES সাংস্কৃতিক সংগঠন মালঞ্চ নাট্টম এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পলিমাটির গান ও নাটক ময়নাদের কথা আয়োজন করা হয়েছে। শুক্রবার (৫ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় চরফ্যাসন উপজেলা পৌর শহরের প্রাণকেন্দ্র ফ্যাসন স্কয়ারে মালঞ্চ নাট্টমের আয়োজনে এবং শ্রাবণী খেলাঘর আসর ও মধুমতী ডায়াগনস্টিক এর সার্বিক সহযোগীতায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারীদের অবহেলা নয় ভালোবাসা ও সম্মান দেয়ার প্রতিচ্ছবি নিয়ে রচিত ময়নাদের কথা নাটকে অভিনয় করেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিলিটারি, মো.তরিকুল ইসলাম, আরিনা, আতিকুর রহমান, শিপন, গিয়াসউদ্দিন, সেঁজুতি, ফয়সাল, শাকিল, জিহাদ, রাসেল, হৃদয়সহ আরও অনেকে। এসময়, স্থানীয় শিল্পীরা নাচ, গানে অংশগ্রহণ করেন। মালঞ্চ নাট্টম ১৯৮২সালের ৫ ফেব্রুয়ারী স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর জাহের প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কয়সার আহমেদ দুলাল। অনুষ্ঠানে উপস্থীত ছিলেন, সভাপতি আব্দুর জাহের, সহ-সভাপতি ও অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সম্পাদক জিল্লুর রহমান তুহিনসহ আরও অনেকে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন চরফ্যাসন পৌর মেয়র হলেন মোরশেদ চরফ্যাসনে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে