দক্ষিণ আইচায় মেছো বাঘ উদ্ধার সেলিম রানা সেলিম রানা দক্ষিণ আইচা প্রতিনিধি প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ | আপডেট: ৩:০২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ SHARES চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় নারিকেল গাছ থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে চর আইচা ৯নং ওয়ার্ডের রফিকুল ইসলাম মাষ্টারের বাড়ীর নারিকেল গাছ থেকে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়। জানা গেছে, কুকুরের তাড়া খেয়ে নারিকেল গাছে উঠে যায় মেছো বাঘটি। খবর শুনে চরমানিকা ইউনিয়নের বন বিভাগের কর্মকর্তারা এসে উদ্ধার করেন। বিট কর্মকর্তা বলেন, বর্তমানে মেছো বাঘটি তাদের পর্যবেক্ষণে রয়েছে। শিগগিরই মেছো বাঘটিকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন নতুন রূপে সেজেছে ভোলার চর কুকরি-মুকরি কুকরি-মুকরিতে মৎস্য ও প্রাণিসম্পদ খামারিদের সাথে মতবিনিময়