বোরহানউদ্দিনে আ’লীগ প্রার্থী রফিক বেসরকারীভাবে বিজয়ী নাছির পাটোয়ারী নাছির পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১ | আপডেট: ৯:৫৭:অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২১ SHARES তৃতীয় ধাপে ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে বোরহানউদ্দিনে নৌকা প্রতিক নিয়ে রফিকুল ইসলাম ৭১৯৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতিক নিয়ে মনিরুজ্জামান কবির পেয়েছেন ৬৬২ ভোট। স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতিক নিয়ে আবদুস সালাম পেয়েছেন ২৪৭ ভোট। বোরহানউদ্দিন পৌরসভায় ভোটার সংখ্যা ১০ হাজার ৭১৬ জন। পুরুষ ভোটার ৫ হাজার ৩৯৫ জন, মহিলা ভোটার ৫ হাজার ২১ জন। এদিকে ১নং ওয়ার্ডে কাউন্সিলর হারুন অর রশিদ, ২নং ওয়ার্ডে সেলিম রেজা, ৩নং ওয়ার্ডে মিরাজ পাটোয়ারী, ৪নং ওয়ার্ডে সালাউদ্দিন পঞ্চায়েত, ৫নং ওয়ার্ডে ইবনে মাসুদ সোহাগ, ৬নং ওয়ার্ডে জোহেব হাসান, ৮নং ওয়ার্ডে মো. কামাল উদ্দিন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আছারুন নেছা নাইটু, ৪, ৫ ও ৬ ওয়ার্ডে মাকসুদা বেগম, ৭, ৮, ৯ খালেদা খানম বেসরকারী ভাবে নির্বাচিত হন। এছাড়া ৭ নং ওয়ার্ডে তাজ উদ্দিন খান ও ৯নং ওয়ার্ডে মো. ইউসুফ বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন। উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মো. সাইফুল ইসলাম এ বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন ‘দণ্ডিতকে দিয়ে বিএনপির সুবর্ণ জয়ন্তী উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান’ মাহবুব তালুকদার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন: সিইসি