বোরহানউদ্দিনে প্রতিপক্ষের হামলায় আহত ৪ বোরহানউদ্দিন প্রতিনিধি বোরহানউদ্দিন প্রতিনিধি প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ | আপডেট: ৯:৫৭:অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ SHARES ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা কুড়ালিয়া ৪নং ওয়ার্ডে কবিরাজ বাড়ীতে কবরস্থানে সাইনবোর্ড লাগাতে গিয়ে প্রতিপক্ষ আইয়ুব আলী গংদের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। এ ঘটনাটি ২৯ জানুয়ারী, শুক্রবার দুপুর ১২টায় ঘটেছে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। আহত সূত্রে জানা যায়, উপজেলার বড়মানিকা ইউনিয়নে কুড়ালিয়া ৪নং ওয়ার্ডের জহির গংদের সাথে একই বাড়ী’র আইয়ুব আলী গংদের জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছে। ওই বিরোধ জের ধরে জহির গংরা কবরস্থানে সাইনবোর্ড লাগাতে গেলে আইয়ুব আলী, জসিম, আশ্রাফ আলী, জান্টু সহ ৭/৮ জনের একটি গ্রুপ একজোট হয়ে কবরস্থানে দেয়া সাইনবোর্ড গুলো ভাংচুর করেন। ওই সময় হামলাকারীরা জহির গংদের নিলুফা (৫০), মনি (২৫), রেহানা (১৮) ও ফাহিমা (২২) কে বেদম মারধর ও টানা হেচড়া করেন। হামলাকারীরা আহতদের কাছ হতে ২টি নাকফুল ও ১টি কানের দুল ছিনি নেন যার অনুমান মূল্য ৩০ হাজার টাকা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়াও আইয়ুব আলী গংরা এ করবস্থানের পাশে একটি বাথরুম করে দীর্ঘ দিন তছরুপ করেন এবং আইয়ুব আলী গংদের জনবল বেশি থাকায় পেশি শক্তি দিয়ে তাদের জমি জবর দখল করে খায় বলেও অভিযোগ করেন আহতরা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান আহতরা। এ ব্যাপারে আইয়ুব আলী’র সাথে আলাপকালে তিনি তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের লোকজনও আহত আছে। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন ‘দণ্ডিতকে দিয়ে বিএনপির সুবর্ণ জয়ন্তী উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান’ মাহবুব তালুকদার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন: সিইসি