লক্ষ্মীপুরে শীতার্ত মানুষের খোঁজে ওসি! অ আ আবীর আকাশ অ আ আবীর আকাশ লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ৯:২৬:অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ SHARES পৌষের কনকনে শীত উপেক্ষা করে গভীর রাতে শীতার্ত মানুষকে খুঁজে কম্বল বিতরণ করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। লক্ষ্মীপুরের রায়পুরে গভীর রাতে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন থানার ওসি আবদুল জলিল। রবিবার দিবাগত রাতে পৌর শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের মাঝে বেশকিছু কম্বল বিতরণ করেন তিনি। শীতে ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ এবং কষ্টের কথা চিন্তা করে নিজ উদ্যোগে শহরের বাসষ্ট্যান্ড, মহিলা কলেজ মোড়, সরকারি হাসপাতাল এলাকা, মুড়ি হাটা, নতুন বাজার, পৌর কার্যালয়ের সামনে, পেট্রোলপাম্প এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন রায়পুর থানার ওসি আবদুল জলিল। এ সময় তার সাথে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি আবদুল জলিল বলেন- ‘ছিন্নমূল ও শীতার্ত মানুষের দূর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় গত কয়েক রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথে ঘাটে শুয়ে থাকা বেশ কিছু মানুষকে কম্বল দিয়েছি।’ এসময় তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়াও ওসি আবদুল জলিল রায়পুরে যোগদানের পর থেকে জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন মানবিক কাজের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন। এ প্রতিবেদককে সাথে আলাপকালে তিনি বলেন-‘আমি চাই কোন অসহায় মানুষ যেন এই শীতে কষ্ট না পায়। সাধ্য থাকলে আমি কম্বল বিতরণ এর কার্যক্রম অব্যাহত রাখতাম।’ তবে ভবিষ্যতে কিছু ভিন্নধর্মী চিন্তাভাবনা আছে বলে জানিয়েছেন। Facebook0Tweet0Pin0Email0 SHARES আরও পড়ুন বিরল প্রাচীন স্থাপনা পাওয়া গেছে নাটেশ্বরে সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫