তজুমদ্দিনে প্রশাসনের অভিযানে অবৈধ জাল আটক হেলাল উদ্দিন লিটন হেলাল উদ্দিন লিটন নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ | আপডেট: ৭:৪১:অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১ SHARES ভোলার তজুমদ্দিনের মেঘনায় মৎস্য প্রশাসন ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল আটক করা হয়েছে। পরে আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় আগুনে পুড়ে নষ্ট করা হয়। উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১২জানুয়ারী) সকাল থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা মু.মাহফুজুর রহমান ও কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদের নেতৃত্বে মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেঘনারবুকে জেগে উঠা বিচ্ছিন্ন চর মোজাম্মেল ও কলাতলী সংলগ্ন মেঘনা থেকে ৫ হাজার মিটার কারেন্টজাল, ২ হাজার মিটার মশারীজাল ও ২টি অবৈধ বেহুন্দিজাল আটক করেন। পরে আটককৃত জাল দুপুর ৩ টায় শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার উপস্থিতে আগুনে পুড়ে ধ্বংসকরা হয়। এ সময়উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রাশেদ খাঁন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন প্রমুখ। Facebook0Tweet0Pin-Email0 SHARES আরও পড়ুন তজুমদ্দিনে লাকড়ি রাখাকে কেন্দ্র করে হামলায় আহত ৫ তজুমদ্দিনে ১৮টি পরিবার নতুন ঠিকানায়