বোরহানউদ্দিনে কৃষকের গলাকাটা লাশ উদ্ধার বোরহানউদ্দিন প্রতিনিধি বোরহানউদ্দিন প্রতিনিধি প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ | আপডেট: ৯:২৭:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ SHARES বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে কৃষক মহিউদ্দিন কালু (৩৫)এর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার কাচিয়া চৌমহানি বাজার সংলগ্ন রবিবার রাত সাড়ে ১০টায় নিহতের বাড়ী’র রাস্তার পাশ হতে লাশটি উদ্ধার করা হয়। পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাচিয়া চৌমহানি বাজার সংলগ্ন রাত সাড়ে ১০টায় মহিউদ্দিন কালু’র গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয় খেজুর রস সংগ্রহকারীরা। পরে থানা পুলিশ কে অবহিত করলে পুলিশ গিয়ে ঘটনাস্থল হতে গলাকাটা অবস্থায় তার লাশটি উদ্ধার করে নিয়ে আসেন। লাশটি ময়না তদন্তের জন্য ভোলায় প্রেরণ করেন পুলিশ। নিহত কালু ওই এলাকায় খনকারী ও কৃষিকাজ করতেন। সে কাচিয়া ৩নং ওয়ার্ডের সর্দার বাড়ী’র মৃত সিরাজ এর ছেলে। নিহতের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে এবং বর্তমানে স্ত্রী অন্ত:সত্বা। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ মাজহারুল আমিন বলেন, গলাকাটা অবস্থায় মহিউদ্দিন কালু’র লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলায় পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। Facebook0Tweet0Pin-Email0 SHARES আরও পড়ুন তজুমদ্দিনে খামারীদের ৩ দিনের প্রশিক্ষণ সমাপ্ত তজুমদ্দিনে জলবায়ু ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত