মনপুরায় মোটরসাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু ছালাহউদ্দিন ছালাহউদ্দিন নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ | আপডেট: ৮:৫১:অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২১ SHARES ভোলার মনপুরায় সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুর ২ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ঢালী মার্কেট সংলগ্ন সড়কের ওপর এই মোটর সাইকেল দূর্ঘটনা ঘটে। সড়ক দূর্ঘটনায় মৃত্যু যুবক হলেন, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মতিন ফরাজীর ছেলে মোঃ রিয়াজ (১৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রিয়াজ ঘর থেকে ব্যক্তিগত মোটর সাইকেল করে নদীর পাড়ে যাওয়ার সময় ঢালী মার্কেট সংলগ্ন সড়কে বিপরীত দিকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়াজের মৃত্যু হয়। এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়। দূর্ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। Facebook0Tweet0Pin-Email0 SHARES আরও পড়ুন শেখ হাসিনার আমলে কোন মানুষ গৃহহীন থাকবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসন হাসপাতালে দালাল নির্মূল কমিটির অভিযানে আটক ৪