চরফ্যাসনে বিশ্ব মৎস্য দিবস পালিত

Nov 21, 2023 - 23:48
 0  106
চরফ্যাসনে বিশ্ব মৎস্য দিবস পালিত
ইউএসএআইডি এর অর্থায়নে ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ প্রকল্পের আয়োজনে ভোলার চরফ্যাসেন সামরাজ মৎস্য অবতরণ কেন্দ্রে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় সামরাজ মৎস্য ঘাট সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামরাজ মৎস্য সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলাউদ্দীন পাটোয়ারী সভার সভাপতিত্ব করেন।
আলোচনায় সভায় অংশ নেন চরফ্যাসন ইকোফিশ-২ প্রকল্পের গবেষণা সহযোগী মোঃ আব্দুল হামিদ সেখ, ইকোফিসের গবেষণা সহকারী মোঃ বখতিয়ার রহমান, টিএমএসএসের  প্রতিনিধি মোঃ অলিউদ্দিন।
এসময় ঘাটের মৎস্যজীবি, মৎস্য আড়ৎদার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। প্রকল্পের গবেষণা সহযোগী মোঃ আব্দুল হামিদ বিশ্ব মৎস্য দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য  রাখেন।
সভায় বক্তারা বলেন, নদী ও সাগরের জীববৈচিত্র্য রক্ষা ও প্লাস্টিক দূষনরোধ, টেকসই মৎস্য ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে। সভার সভাপতি আলাউদ্দিন পাটোয়ারী বলেন, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনে নদীর নাব্যতা হারানোর কারণে নদিতে ডুবোচর সৃষ্টি  নদির তলদেশে অতিরিক্ত পলি জমে যাওয়ায় হওয়ায় সাগরে মাছের অভয়ারণ্য কমে যাচ্ছে। আলোচনা শেষে  দিবসের তাৎপর্য নিয়ে মৎস্যঘাট এলাকায় র‌্যালি বের করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow