চরফ্যাসনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
ভোলার চরফ্যাসনে মোটরসাইকেল দুর্ঘটনায় তানজিদ (১৯) ও ইমন (১৯) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। চরফ্যাসন সরকারি হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুই পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় তাদের মরদেহ হস্তান্তর করেছেন চরফ্যাসন থানা পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চরফ্যাসন-দক্ষিণআইচা আঞ্চলিক মহাসড়কের বিআরডিবি চত্ত্বরের দক্ষিণ পাশে টিবিএস শোরুম এর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তানজিদ চরফ্যাসন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের মসজিদয়ালা বাড়ির নুর হোসেন মাঝির ছেলে এবং ইমন পৌরসভা ৯ নং ওয়ার্ডের মো. মতিন এর ছেলে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলযোগে দক্ষিণ দিক থেকে চরফ্যাসন বাজারের উদেশ্যে যাওয়ার সময় টিবিএস শোরুম এর সামনে দিয়ে পাশকাটিয়ে উঠার পথে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত নসিমন এর নিচে চাপা পড়ে তারা।
ঘটনা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলের পাশে নির্মানাধীন এক ব্যবসা প্রতিষ্ঠানের কাজ চলমান রয়েছে। আঞ্চলিক মহাসড়কের উপরে ওই ব্যবসা প্রতিষ্ঠানের বালির স্তুপ থাকায় সড়কটির পশ্চিম পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যার কারনে যানবাহন চলাচলে অসুবিধা হয়। বালির স্তুপ থাকায় ওই দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে পূর্ব পাশ দিয়ে পাশকাটিয়ে উঠতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?