ভোলায় অটোরিকশার চাপায় শিক্ষার্থীর মৃত্যু
ভোলার উপশহর বাংলাবাজারে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে অটোরিকশার চাপায় মো. মাহিম রানা (১২) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাবাজার গার্লস স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।
মাহিম রানা চরফ্যাসন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুল মাজেদ মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে বাংলাবাজার এলাকায় ভাড়া থাকত। মাহিম বাংলাবাজার এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
মাহিমের বাবা জানান, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বাংলাবাজার এলাকার গার্লস স্কুল সংলগ্ন সড়কে অটোরিকশার চাপায় মাহিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
What's Your Reaction?