চরফ্যাসনে শেখ কামাল'র ৭৪তম জন্মবার্ষিকী পালিত

Aug 5, 2023 - 20:20
 0  6
চরফ্যাসনে শেখ কামাল'র ৭৪তম জন্মবার্ষিকী পালিত

ভোলার চরফ্যাসেনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৪৯ সালের এই দিনে শেখ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক এর সভাপতিত্বে আলোচনা সভায় শেখ কামালের কর্মজীবন সম্পর্কে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র।

এছাড়া শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা মারুফ হোসেন মিনার, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রিপন কুমার সাহা, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সিদ্দিক, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow